

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড OHSAS (Occupational Health and Safety Assessment Series) 18001:2007 অর্জন করায় ১৫ জানুয়ারি বিদ্যুৎ ভবনে বিউবো চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ এর হাতে এ সংক্রান্ত সনদ হস্তান্তর করেন ফ্রান্সের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ব্যুরো ভেরিটাস এর কান্ট্রি ম্যানেজার সোহেল আজাদ।