

২১ মে রাত ৯টায় দেশে এযাবৎকালের সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ১২,৫৩৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এমাসেই ১১ মে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ১২,৪৯৪ মেগাওয়াট ও ৮ মে দেশে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ১২,৪৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল ১২,০৫৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল যার মাধ্যমে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ১২ হাজার মেগাওয়াটের মাইলফলক অতিক্রম করে। পরবর্তীতে ২৫ এপ্রিল ১২,০৬৭ মেগাওয়াট, ২৯ এপ্রিল ১২,২০০ মেগাওয়াট এবং ৭ সে ১২,২৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।