

বিদ্যুৎ খাতে সহযোগিতা সংক্রান্ত বাংলাদেশ-নেপাল জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ ও জয়েন্ট স্টিয়ারিং কমিটির ১ম সভা ৩ ও ৪ ডিসেম্বর নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস ও বিউবো চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদসহ ১২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সভায় অংশগ্রহণ করেন। ২য় দিনে বাংলাদেশের বিদ্যুৎ সচিব ও নেপালের বিদ্যুৎ ও পানি সম্পদ সচিব নিজ নিজ দেশের পক্ষে সভায় অনুমোদিত মিনিটস স্বাক্ষর করেন।