

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর উদ্যোগে ২৪ মার্চ বিদ্যুৎ ভবনের মুক্তি হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউবো চেয়ারম্যান প্রকৌ. খালেদ মাহমুদ। প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্বদ্যিালয়ের সাবেক উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মন্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী।
বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ এর সভাপতি ও বিউবো’র পরিচালক (সংগঠন ও পদ্ধতি) মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউবো’র সদস্য অর্থ সেলিম আবেদ ও সদস্য কোম্পানি এ্যাফেয়ার্স মো, মোস্তাফিজুর রহমান। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও রাজারবাগ পুলিশ লাইনস্ মসজিদ এর সম্মআনিত খতিব হাফেজ হুসাইনুল বান্না।
অনুষ্ঠানে বিউবো’র সদস্যবর্গসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।