

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ ফেব্রুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৬টি বিদ্যুৎ কেন্দ্র, ৯টি গ্রিড উপকেন্দ্র, ১২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন এবং সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সন্দ্বীপ উপজেলায় বিদ্যুৎ সরবরাহের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনকৃত বিদ্যুৎ কেন্দ্রসমূহ হচ্ছে : ভোলা ২২৫ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, চাঁদপুর ২০০ মেঃওঃ বিদ্যুৎ কেন্দ্র, আশুগঞ্জ ১৫০ মেঃওঃ বিদ্যুৎ কেন্দ্র, রূপসা, খুলনা ১০৫ মেঃওঃ বিদ্যুৎ কেন্দ্র, জুলদা, চট্টগ্রাম ১০০ মেঃওঃ বিদ্যুৎ কেন্দ্র (৩য় ইউনিট) ও সিরাজগঞ্জ ৪১৪ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের ২৮২ মেঃওঃ সিম্পল সাইকেল বিদ্যুৎ কেন্দ্র।