

ভারত থেকে স্বল্প ও দীর্ঘমেয়াদে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির লক্ষ্যে ২১ জানুয়ারি বিদ্যুৎ ভবনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও সেম্বকর্প (Sembcorp) ইন্ডিয়া লি: এর মধ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিউবো চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, বিউবো’র সদস্যবৃন্দসহ বিউবো ও সেম্বকর্প ইন্ডিয়া লি: এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তিতে বিউবো’র পক্ষে সচিব মিনা মাসুদ উজ্জামান ও সেম্বকর্প ইন্ডিয়া লি: এর পক্ষে চিফ কমার্শিয়াল অফিসার রাজেশ প্রভাকর জলদিও স্বাক্ষর করেন।