

সৈয়দপুর ১৫০ মে:ও: সিম্পল সাইকেল এইচএসডি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং চীনের ডংফেং ইলেক্ট্রিক ইন্টারন্যাশনাল কর্পোরেশন(Dongfang Electric International Corporation, China) এর মধ্যে ২২ জানুয়ারি বিদ্যুৎ ভবনের মুক্তি হলে ইপিসি চুক্তি স্বাক্ষরিত হয়। বিউবো’র পক্ষে বোর্ড সচিব মিনা মাসুদ উজ্জামান ও ডংফেং ইলেক্ট্রিক ইন্টারন্যাশনাল কর্পোরেশন এর পক্ষে প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার ওউ ইয়ানজিয়াং (Ou Yanjiang)চুক্তিতে স্বাক্ষর করেন।
এই বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নের ইপিসি মূল্য ৫৬৮ কোটি টাকা। প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ১০০১ কোটি টাকা। ১৮ একর জমির উপর নির্মিতব্য এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হবে জুন, ২০২১ সালে।
বিউবো চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীরবিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি, বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডংফেং ইলেক্ট্রিক ইন্টারন্যাশনাল কর্পোরেশন এর চেয়ারম্যান মি: লৌ ঝিগাং (Lou Zhigang)সহ বিদ্যুৎ বিভাগ, বিউবো ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।