

এপিএসসিএল’র সঙ্গে বিভিন্ন ব্যাংকের ৪৩৫ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত।
বন্ড ইস্যুর মাধ্যমে তহবিল সংগ্রহের লক্ষ্যে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির (এপিএসসিএল) সঙ্গে বিভিন্ন ব্যাংকের ৪৩৫ কোটি টাকার চুক্তি ২৩ ডিসেম্বর স্থানীয় একটি হোটেলে স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীরবিক্রম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ ও বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ ।