

মানিকগঞ্জের সিঙ্গাইরে ১৬২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নের লক্ষ্যে ১৮ মার্চ বিদ্যুৎ ভবনের বোর্ড সভা কক্ষে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর সাথে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশনস্ লিমিটেড এর বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) স্বাক্ষরিত হয়েছে। পিপিএতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর পক্ষে বোর্ড সচিব সাইফুল ইসলাম আজাদ এবং মানিকগঞ্জ পাওয়ার জেনারেশনস্ লিমিটেড এর পক্ষে ডরিন পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা মঈন স্বাক্ষর করেন। এ সময় বিউবো চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ সহ বিদ্যুৎ বিভাগ, বিউবো এবং মানিকগঞ্জ পাওয়ার জেনারেশনস্ লিমিটেড এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।