

২৪ এপ্রিল রাত ৮ টায় দেশে এযাবৎকালের সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ১২,০৫৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর মাধ্যমে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ১২ হাজার মেগাওয়াটের মাইলফলক অতিক্রম করলো। এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর সর্বোচ্চ ১১,৬২৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছিল।
উল্লেখ্য, গত বছর ৭ জুলাই দেশের বিদ্যুৎ উৎপাদন প্রথমবারের মত ১১ হাজার মেগাওয়াটের মাইলফলক অতিক্রম করে। এদিন ১১,০৫৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছিল। পরবর্তীতে ১১ জুলাই ১১,২১০ মেগাওয়াট, ১৪ জুলাই ১১,৩০৬ মেগাওয়াট, ১৮ জুলাই ১১,৩৮৭ মেগাওয়াট ও ১৭ সেপ্টেম্বর ১১,৫৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল যা ছিল সেসময়ের সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড।