

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, বিউবো শাখার উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল ১২ আগস্ট বিদ্যুৎ ভবনের মুক্তি হলে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, বিউবো শাখার সভাপতি ও বিউবো চেয়ারম্যান প্রকৌ. খালেদ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌ. মো. আব্দুস সবুর, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক প্রকৌ. মো. নুরুজ্জামান, বিউবো'র সদস্য কোম্পানী এ্যাফেয়ারস প্রকৌ. মো. মোস্তাফিজুর রহমান, আইইবি'র সম্মানী সম্পাদক প্রকৌ. খন্দকার মঞ্জুর মোরশেদ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, বিউবো শাখার সাধারণ সম্পাদক ড. প্রকৌ. এম এম সিদ্দিক, পিইঞ্জ।