

বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতা ২০১৮ এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। ১৭ ডিসেম্বর শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২৫-২২, ২৫-২০, ২৫-২৩ পয়েন্টে (৩-০ সেটে) বাংলাদেশ নৌবাহিনীকে হারিয়ে শিরোপা জিতে নেয়। প্রতিযোগিতায় সেরা অ্যাটাকার হয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হরষিৎ বিশ্বাস। এ বছর ৯টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। ছবিতে চ্যাম্পিয়ন ট্রফি হাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দলের উল্লসিত খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।