

বিউবো চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ ১৮ জানুয়ারী ময়মনসিংস্থ বিদ্যুৎ ভবনে এক রাজস্ব সভায় বক্তব্য রাখেন।এ সময় সদস্য বিতরণ মোঃ আবু তাহের,প্রধান প্রকৌশলী পূর্ত মোঃ হজরত আলী,মহাব্যবস্থাপক বাণিজ্যিক পরিচালন মোঃ কাওসার আমীর আলী, বিতরণ কেন্দ্রীয় অঞ্চল ময়মনসিংহের প্রধান প্রকৌশলী এ.বি.এম. আব্দুল্লাহ ও পরিচালন ও সংরক্ষণ সার্কেল ময়মনসিংহের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।