

‘Implementation of GIS Based Distribution Network System’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের সূচনা সভা (Kick Off Meeting) ওয়াপদা ভবনের বোর্ড কক্ষে ১১ ডিসেম্বর বিউবো’র সদস্য পিএন্ডডি প্রকৌশলী মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় কেপকো (কোরিয়ান ইলেক্টিক পাওয়ার কোম্পানি লি:) “Supply, Installation of Hardware and Software for Implementation of GIS based Distribution Network System and Preparation for 25 Years Master Plan of BPDB on Turnkey Basis” শীর্ষক কাজের প্রারম্ভিক প্রতিবেদন উপস্থাপন করে। বিউবো’র এই প্রকল্পে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে কেপকো, ডব্লিউএভিইউএস ও সিইজিআইএস। এই প্রকল্পের আওতায় চট্টগ্রাম, কুমিল্লা, মযমসসিংহ ও সিলেট বিতরণ অঞ্চলের জিআইএস (Geographical Information System) ভিত্তিক বিতরণ নেটওয়ার্ক সিস্টেম প্রণয়ন করা হবে ।আগামী দেড় বছরে প্রকল্পের কাজ শেষ হবে।
সভায় সদস্য বিতরণ মো. আবু তাহের, মহাব্যবস্থাপক বাণিজ্যিক পরিচালন, প্রধান প্রকৌশলী পিএন্ডডি, বিতরণ, কেন্দ্রীয় অঞ্চল, ময়মনসিংহ ও বিতরণ অঞ্চল, সিলেট এর প্রধান প্রকৌশলীবৃন্দ, বিউবো’র সংশ্লিষ্ট পরিচালক ও তত্বাবধায়ক প্রকৌশলীবৃন্দসহ চট্টগ্রাম, কুমিল্লা, ময়মসসিংহ ও সিলেট বিতরণ অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলীবৃন্দ এবং বিউবো ও প্রকল্পের সহযোগী প্রতিষ্ঠানসমূহের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।