

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর সঙ্গে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর বিদ্যুৎ বিক্রয়-ক্রয় চুক্তি আজ ২৪ ডিসেম্বর বিদ্যুৎ ভবনের মুক্তি হলে স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি, বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, বিউবো চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন ও ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ানসহ বিদ্যুৎ খাতের বিভিন্ন সংস্থার প্রধানগণ, বিদ্যুৎ বিভাগের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং বিউবো, আরইবি ও ডিপিডিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিদ্যুতের একক ক্রেতা হিসেবে বিউবো’র সাথে অন্যান্য বিতরণ সংস্থার বিদ্যুৎ বিক্রয় ও ক্রয় চুক্তি সম্পন্ন করার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এর নির্দেশনা রয়েছে। এরই আলোকে এই চুক্তি স্বাক্ষরিত হলো। চুক্তির ফলে চুক্তিবদ্ধ সংস্থাসমূহ বিদ্যুৎ বিক্রয় ও ক্রয়ের আইনগত কাঠামোর আওতায় আসবে। চুক্তির মাধ্যমে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নির্দিষ্ট করা হবে। ফলে এখানে কোন বিরোধ হলে তা আইনের আওতায় নিরসন করা যাবে।
বিউবো’র পক্ষে বোর্ড সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. ইমরুল হোসেন এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর পক্ষে বোর্ড সচিব মো. আসাফউদ্দৌলা ও ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড এর পক্ষে কোম্পানি সচিব জয়ন্ত কুমার সিকদার বিদ্যুৎ বিক্রয়-ক্রয় চুক্তিতে স্বাক্ষর করেন।