

১১ সেপ্টেম্বর বিদ্যুৎ ভবনের বিজয় হলে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই)ও বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)এর যৌথ উদ্যোগে আয়োজিত “ফ্যামিলিয়ারাইজেশন অব কোল ফায়ারড থারমাল পাওয়ার স্টেশন” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন)ও বিপিএমআইএর’র রেক্টর মো. মাহবুব-উল আলম, এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউবো চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন ও বিআইএফপিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক নরেশ আনন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যুৎ বিভাগের সুগ্ম সচিব শেখ ফয়েজুল আমীন।