তিনটি হাসপাতাল বিউবো কর্মীদের বিশেষ চিকিৎসা সেবা প্রদান করবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে শমরিতা হাসপাতাল লিমিটেড, পান্থপথ, ঢাকা, ইমপালস হাসপাতাল লিমিটেড, তেজগাঁও, ঢাকা এবং পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল, ধানমন্ডি, ঢাকার একটি মেডিকেল সর্ভিসেস এগ্রিমেন্ট সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। এ এগ্রিমেন্ট অনুযায়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যগণ করোনা ও অন্যান্য চিকিৎসা সেবার ক্ষেত্রে উল্লিখিত তিনটি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে ভর্তিসহ চিকিৎসা সহায়তা পাবেন। এছাড়া হাসপাতাল তিনগুলোতে যেসকল সেবার ক্ষেত্রে রেয়াত পাওয়া যাবে তা নিম্মরূপঃ
ইমপালস হাসপাতালঃ
- 25% discount on all Pathological, Biochemical, Immunological test Including RT-PCR.
- 15% discount on all kind of imaging test likes MRI, CT scan, X-Ray, Ultra sonogram, Endoscopy, Echo & ECG etc.
- 10% discount on Bed Rent.
শমরিতা হাসপাতালঃ
- 15% discount on hospital bill.
- 20% discount on all the Laboratory & Radiological investigation.
- 25% discount on executive health checkup services.
পপুলার মেডিকেল কলেজ হাসপাতালঃ
- 25% discount on all Pathological, Biochemical, Immunological test Including RT-PCR.
- 20% discount on all kind of imaging test likes MRI, CT scan, X-Ray, Ultra sonogram, Endoscopy, Echo & ECG etc.
- 10% discount on Bed Rent.