

কক্সবাজারের মহেশখালীতে ৩৬০০ মেগাওয়াট এলএনজিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল এবং ভুমি উন্নয়নের লক্ষ্যে ১১ জুলাই বিদ্যুৎ ভবনের মুক্তি হলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এবং যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিক (জিই)এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্ঠা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম। সমঝোতা স্মারক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেনস ব্লুম বার্নিকেট, বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, বিপিডিবি’র চেয়ারম্যান প্রকৌ. খালেদ মাহমুদ, জিই এর প্রসিডেন্ট ও সিইও রাসেল স্টোকস। সমঝোতা স্মারকে বিউবো’র পক্ষে চেয়ারম্যান প্রকৌ. খালেদ মাহমুদ, জিই এর প্রসিডেন্ট ও সিইও রাসেল স্বাক্ষর করেন।