

বিদ্যুৎ ভবনের মুক্তি হলে ৮ নভেম্বর Andritz Hydro Austria আয়োজিত "Operating experiences of Andritz Hydro Austria made turbo generators in Bangladesh power sectors and its future scope analysis" শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিউবো চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ । কর্মশালায় বিউবো’র সদস্য উৎপাদন প্রকৌশলী সাঈদ আহমেদসহ বিউবো ও Andritz Hydro Austria’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় বিউবো'র ২৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।