

বিদ্যুৎ বিভাগের উদ্যোগে "Integrating Master Plan in Power Sector Growth" শীর্ষক এক কর্মশালা বিদ্যুৎ ভবনের মুক্তি হলে ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বীরবিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি, মুখ্য সমন্বয়ক, এসডিজি এ্যাফেয়ার্স, মো. আবুল কালাম আজাদ এবং জ্বালানি ও খনিজ সম্পদ সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম। কর্মশালায় 'Power System Master Plan 2016', 'Renewable Energy and Energy Efficiency Conservation Master Plan', 'Integration and Implementation Strategy of PSMP and Efficiency in Generation', 'Integration and Implementation Strategy of PSMP and Efficiency in Transmission', 'Integration and Implementation Strategy of PSMP and Efficiency in Distribution', শীর্ষক পাঁচটি প্রবন্ধ উপস্থাপিত হয়।
কর্মশালায় "Integration and Implementation Strategy of PSMP and Efficiency in Generation" শীর্ষক প্রবন্ধটি উপস্থাপন করেন বিউবো চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ। বিদ্যুৎ বিভাগ ও বিদ্যুৎ খাতের বিভিন্ন সংস্থার বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।