

নবগঠিত বে অব বেঙ্গল পাওয়ার কোম্পানি লিমিটেড এর প্রথম শেয়ার হোল্ডার সভা ও প্রথম বোর্ড সভা ৩ সেপ্টেম্বর ঢাকার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ ও চায়না হুয়াদিয়ান হংকং কোম্পানি (সিএইচডিএইচকে) এর চেয়ারম্যান ফ্যাং ঝেং সহ কোম্পানির বোর্ড সদস্যগণ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, মহেশখালীতে ১৩২০ মেঃওঃ ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নের লক্ষে বিউবো ও সিএইচডিএইচকে-এর যৌথ মালিকানাধীন বে অব বেঙ্গল পাওয়ার কোম্পানিটি গঠিত হয়।বোর্ড সভায় বে অব বেঙ্গল পাওয়ার কোম্পানির মাধ্যমে বাস্তবায়নাধীন মহেশখালী ১৩২০ মেঃওঃ বিদ্যুৎ কেন্দ্রের ভূমি উন্নয়ন, প্রকল্প বাস্তবায়নের তফসিল প্রণয়ন, আর্থিক ক্ষমতার বিন্যাস, প্রকল্প বাস্তবায়ন টীম গঠন, ফিজিবিলিটি স্টাডির ব্যবস্থা গ্রহণ, বিভিন্ন কাজের বিডিং প্রক্রিয়া সম্পন্নকরণ, বাজেট প্রস্তুতকরণ, ইপিসি ঠিকাদার নিয়োগের প্রক্রিয়াকরণসহ আনুষঙ্গিক আর্থিক ও প্রশাসনিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।