

৭ জুলাই রাত ৮.০০ টায় দেশে এযাবৎকালের সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ১১,০৫৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর মাধ্যমে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার মেগাওয়াটের মাইল ফলক অতিক্রম করলো। এর আগে ২৮ মে সর্বোচ্চ ১০,৯৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।
উল্লেখ্য, এবছর ১৯ মার্চ বিদ্যুৎ উৎপাদন ১০ হাজার মেগাওয়াটের মাইলফলক অতিক্রম করে। পরবর্তীতে ২৪ এপ্রিল ১০,১৩৭ মেগাওয়াট, ২২ মে ১০,১৪৭ মেগাওয়াট, ২৬ মে ১০,৬৯৯ মেগাওয়াট ও ২৭ মে ১০,৮২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন রেকর্ড হয়েছিল।