

সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি প্রাপ্তিতে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস কে ৩ মার্চ বিদ্যুৎ ভবনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন বিউবো চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও সদস্য প্রশাসন মো. জহুরুল হক। এ সময় সদস্য পি এন্ড ডি মো.আজহারুল ইসলাম, সদস্য অর্থ সেলিম আবেদ, সদস্য উৎপাদন সাঈদআহমেদ ও সদস্য বিতরণ মো.আবু তাহের উপস্থিত ছিলেন।