

বিউবো চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ ২৯ মার্চ ৪০০ মেঃওঃ ক্ষমতাসম্পন্ন বিবিয়ানা-৩ বিদ্যুৎ কেন্দ্র, নির্মাণাধীন বিবিয়ানা দক্ষিণ ৪০০ মেঃওঃ বিদ্যুৎ কেন্দ্র ও সিলেট ১৫০ মেঃওঃ গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রের ২২৫ মেগাওয়াটে রূপান্তর কাজ সরেজমিন পরিদর্শন করেন। পরে চেয়ারম্যান সিলেট বিদ্যুৎ ভবনে বিতরণ অঞ্চল সিলেটের এক রাজন্ব ও অডিট সভায় যোগদান করেন। এসময় সদস্য, পরিকল্পনা ও উন্নয়ন মো. আজহারুল ইসলাম, সদস্য বিতরণ মো. আবু তাহের ও বিউবো’র সংশ্লিষ্ট ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।