

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান Electric Power Research Institute (EPRI) ১১ মার্চ ওয়াপদা ভবনের বোর্ড রুমে “Introduction to EPRI and Membercenter Overview” শীর্ষক একটি উপস্থাপনা করে। এসময় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, ইলেক্ট্রিসিটিজেনারেশনকোম্পানীঅববাংলাদেশলিমিটেড এবং নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।