

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ সেপ্টেম্বর গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নির্মাণ সমাপ্ত ৫টি বিদ্যুৎ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। বিদ্যুৎকেন্দ্রগুলো হলো: বিবিয়ানা-III ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, জুলদা চট্টগ্রাম ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র (ইউনিট-২), মেঘনাঘাট ১০৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, মধুমতি ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এবং আপগ্রেডেশন অব সিলেট ১৫০ মেগাওয়াট জিটি পাওয়ার প্ল্যান্ট টু ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট।
ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ ভবন প্রান্তে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। বিদ্যুৎ বিভাগের কার্যক্রমের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রণীত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম সংক্রান্ত ‘100’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।