

বেসরকারি খাতে সিলেটের গোয়াইনঘাটে ৫ মেগাওয়াট ক্ষমতার একটি সোলার বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ইকি সোজি কোম্পানি জাপান (Eki Shoji Co. Japan) ও সান সোলার পাওয়ার প্ল্যান্ট লিমিটেড এর মধ্যে ২ আগস্ট বিদ্যুৎ ভবনের মুক্তি হলে বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়। বিউবো'র পক্ষে বোর্ড সচিব মিনা মাসুদ উজ্জামান ও ইকি সোজি কোম্পানি জাপান সান সোলার পাওয়ার প্ল্যান্ট লিমিটেড এর পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. আলাউদ্দিন মৃধা বিদ্যুৎ ক্রয় চুক্তিতে স্বাক্ষর করেন। একই সময়ে এই বিদ্যুৎ কেন্দ্রের ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্টে (আইএ) বিদ্যুৎ বিভাগের পক্ষে যুগ্ম সচিব (উন্নয়ন) শেখ ফয়েজুল আমীন স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, বিউবো চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, ইকি সোজি কোম্পানি জাপান এর প্রেসিডেন্ট ইয়াসুশি ফুজি (Yashushi Fuji) সহ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান, বিদ্যুৎ বিভাগ, পিজিসিবি ও বিউবো'র সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।