

বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮ এর সমাপনী অনুষ্ঠানে ৮ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছ থেকে বিদ্যুৎ মেলার তৃতীয় সেরা স্টলের পুরস্কার গ্রহণ করেন বিউবো’র চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ। এ সময় বিউবো’র সেরা বিতরণ জোন, সেরা বিদ্যুৎ বিতরণ ইউনিট ও সেরা সরকারি বিদ্যুৎ ইউনিট এর পুরস্কার গ্রহণ করেন যথাক্রমে বিতরণ দক্ষিণাঞ্চল, বিউবো, চট্টগ্রামের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন, বিক্রয় ও বিতরণ বিভাগ-মাদারবাড়ী, বিউবো, চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী অশোক কুমার চৌধুরী ও ভোলা ২২৫ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র এর প্রধান প্রকৌশলী মো. মোফাজ্জাল হোসেন সরকার। একই সময় সেরা বিদ্যুৎ কর্মকর্তা ও সেরা বিদ্যুৎ কর্মচারী হিসেবে বিউবো’র পক্ষে পুরস্কার গ্রহণ করেন যথাক্রমে প্রকৌশলী শফিকুল ইসলাম, পরিচালক, নক্সা ও পরিদর্শন-১ পরিদপ্তর, ঢাকা ও মনোয়ার হোসেন নিজাম, এসবিএ-‘বি’, চৌদ্দগ্রাম বিদ্যুৎ সরবরাহ।