

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় রাজস্ব সভা ২৭ জুলাই বিদ্যুৎ ভবনের বিজয় হলে অনুষ্ঠিত হয়েছে। বিউবো’র সদস্য প্রশাসন মো. জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় চারটি বিতরণ জোনের সার্বিক রাজস্ব পরিস্থিতি বিস্তারিত আলোচনা হয়। এসময় বিগত অর্থবছরে সিস্টেম লসের লক্ষ্যমাত্রা অর্জন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। সভায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের রাজস্ব আদায় বৃদ্ধি ও সিস্টেম লস কমানোর জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।সভায় সদস্য বিতরণ মো. ফখরুজ্জামান, সদস্য কোম্পানি এ্যাফেয়ার্স মো. মোস্তাফিজুর রহমান, সদস্য অর্থ সেলিম আবেদ, চারটি বিতরণ জোনের প্রধান প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীগণ, প্রকল্প পরিচালকগণ, বিভিন্ন দপ্তরের পচিালকগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।