

২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি শতভাগ বাস্তবায়ন করায় অন্যান্যের সঙ্গে বিদ্যুৎ বিভাগের স্বীকৃতি পেয়েছে বিউবো'র দুইজন প্রকল্প পরিচালকসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সেরা বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানিকে যথাক্রমে ১ম, ২য় ও ৩য় হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। একই সাথে আরইবি'র মো. মোস্তফা কামাল, প্রকল্প পরিচালক পল্লী বিদ্যুৎ বিতরণ সিস্টেম আপগ্রেডেশন (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ডিভিশন) প্রকল্প, বিউবো'র আবুল কালাম আজাদ, প্রকল্প পরিচালক শাহজীবাজার ১০০ মে.ও. গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প ও মো. তোফাজ্জল হোসেন, প্রকল্প পরিচালক ঘোড়াশাল ৩৬৫ মে.ও. কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পকে যথাক্রমে ১ম, ২য় ও ৩য় সেরা প্রকল্প পরিচালক হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়।
৩০ জুলাই বিদ্যুৎ ভবনের বিজয় হলে এক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম ও বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি স্বীকৃতিলাভকারী প্রতিষ্ঠানের প্রধান ও প্রকল্প পরিচালকদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। বিউবো'র পক্ষে ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ।