

নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ৫৮৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও সামিট মেঘনাঘাট ২ পাওয়ার কোম্পানি লি: এর মধ্যে ১৪ মার্চ বিদ্যুৎ ভবনের মুক্তি হলে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
একই সময় সামিট মেঘনাঘাট ২ পাওয়ার কোম্পানি লি: এর সঙ্গে স্বাক্ষরিত আরও চুক্তির মধ্যে রয়েছে বিদ্যুৎ বিভাগ ও পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এর সঙ্গে ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট (আইএ), বিউবো’র সঙ্গে ল্যান্ড লিজ এগ্রিমেন্ট (এলএলএ), তিতাসের সঙ্গে গ্যাস সাপ্লাই এগ্রিমেন্ট (জিএসএ), বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর সঙ্গে ফুয়েল সাপ্লাই এগ্রিমেন্ট (এফএসএ) এবং জিই’র সঙ্গে ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এন্ড কন্সট্রাকশন (ইপিসি) এগ্রিমেন্ট।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীরবিক্রম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রাহমাতুল মুনীম, পেট্রোবাংলার চেয়ারম্যান রুহুল আমিন, বিউবো চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ এবং জিই’র গ্যাস এন্ড পাওয়ারের চেয়ারম্যান জন রাইস। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সামিট চেয়ারম্যান পিপিএ তে বিউবো’র পক্ষে বোর্ড সচিব সাইফুল ইসলাম আজাদ ও সামিট মেঘনাঘাট ২ পাওয়ার কোম্পানি লি: এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এ এন এম তারিকুর রশিদ স্বাক্ষর করেন।