

সাগর তলদেশে সাব মেরিন কেবল স্থাপনের মাধ্যমে সাগর দ্বীপ সন্দ্বীপকে জাতীয় বিদ্যুত গ্রিডের আওতায় আনা হয়েছে। ১৫ নভেম্বর বিকেলে সাব মেরিন কেবলের সাহায্যে সন্দ্বীপে জাতীয় গ্রিড থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
চট্টগ্রাম বিদ্যুত বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর থেকে সন্দ্বীপের বাউরিয়া পর্যন্ত সন্দ্বীপ চ্যানেলে সাগর তলদেশে ১৫ কিলোমিটার দীর্ঘ এই ৩৩ কেভি সাব মেরিন কেবল স্থাপন করা হয়েছে। সাব মেরিন কেবল স্থাপনের ফলে সন্দ্বীপের চার লক্ষ অধিবাসীর গ্রিড বিদ্যুৎ সুবিধার আওতায় আসার সুযোগ সৃস্টি হলো। চাহিদা সাপেক্ষে পর্যাপ্ত বিদ্যুত সরবরাহের সুযোগ সৃস্টি হওয়ায় এখানে আবাসিক চাহিদা মেটানোর পাশাপাশি শিল্প কারখানা স্থাপনসহ বাণিজ্যিক কর্মকাণ্ডের ব্যাপক প্রসার ঘটবে। ১৪৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই কাজের আওতায় একাধিক উপকেন্দ্র ও প্রয়োজনীয় বিতরণ লাইন নির্মাণের কার্যক্রম অব্যাহত আছে।